রোজা / সিয়াম
ই’তিকাফের রুকন
প্রশ্ন : ই’তিকাফের রুকন কয়টি ও কী কী?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
এর রুকন ২টি : (ক) নিয়ত করা, (খ) মাসজিদে অবস্থান করা, নিজ বাড়ীতে বা অন্য কোথাও ই’তিফাক করলে তা শুদ্ধ হবে না।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব