রোজা / সিয়াম

ঈদের স্বলাতে তাকবীরে সংখ্যা

প্রশ্ন : ঈদের স্বলাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বাধার পর “আল্লাহু আকবার বলে অতিরিক্ত যে কিছু তাকবীর দেয়া হয় এর মোট সংখ্যা কত?

উত্তর : এ বিষয়ে প্রধানতঃ দু’টি মত রয়েছে :
(ক). ১ম ও ২য় রাক’আতে অতিরিক্ত ৩ + ৩ = মোট ৬ তাকবীর। এটি হানাফী মাযহাবের ইমাম আবূ হানিফার (রহ.) মত।
(খ). দ্বিতীয়মত হল :
১ম ও ২য় রাক’আতে যথাক্রমে অতিরিক্ত ৭ + ৫ = মোট ১২ তাকবীর। এটি বাকী ৩ মাযহাবের মত।

সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button