রোজা / সিয়াম
ঈদের স্বলাত কত রাকআত
প্রশ্ন : ঈদের স্বলাত কত রাকআত?
উত্তর : দুই রাকা’আত।
উমার রাদিআল্লাহু আনহু বলেন,
صَلاَةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ وَصَلاَةُ الْفِطْرِ رَكْعَتَانِ وَصَلاَةُ الأَضْحَى رَكْعَتَانِ وَصَلاَةُ السَّفَرِ رَكْعَتَانِ
জুমু’আর স্বলাত দু’ রাক’আত, ঈদুল ফিতরের স্বলাত দু’ রাক’আত, ঈদুল আজহার স্বলাত দু’ রাক’আত এবং সফর অবস্থায় (চার রাক’আত বিশিষ্ট ফরয) স্বলাত দুই রাক’আত। (নাসাঈ)
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব