বিতরের স্বলাতে কি একবার নাকি দু’বার সালাম ফিরাব?
প্রশ্ন : বিতরের স্বলাতে কি একবার নাকি দু’বার সালাম ফিরাব?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
দু’টাই করা জায়েয আছে।
(ক) এক সালামে বিতর পড়ার দলীল :
أَنَّ عُمَرُ بْنُ الْخُطَّاب أُوْتِرَ بِثَلاَثِ رَكْعَاتٍ لَمْ يُسَلِّمْ إِلاَّ فِيْ آخِرِهِنَّ
‘উমার ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু ৩ রাকআত বিতর পড়তেন। শেষ রাকআতের আগে তিনি সালাম ফিরাতেন না।
(খ) দু’ সালামে বিতর পড়ার দলীল :
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ حَتَّى بِأَمْرِ بِبَعْضِ حَاجَتِهِ
আবদুল্লাহ ইবনে ‘উমার রাদিআল্লাহু আনহু (বিতরে স্বলাত) প্রথম দুই রাকআত শেষ করে সালাম ফিরাতেন এবং পরে শেষ (তৃতীয়) রাকআতে আবার সালাম ফিরাতেন।
প্রথম দুই রাকআতের সালাম ফিরানের পর প্রয়োজনে কোন কাজের নির্দেশও দিতেন।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব