রোজা / সিয়াম

নাবী (ﷺ) কোথায় ঈদের স্বলাত আদায় করতেন

প্রশ্ন : নাবী (ﷺ) কোথায় ঈদের স্বলাত আদায় করতেন?

উত্তর : যাদুল মা’আদ কিতাবে ইবনুল কায়্যিম (রহ.) লিখেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আজীবন ঈদের স্বলাত ঈদগাহে আদায় করেছেন।
হাদীসে আছে যে,
عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ : قَالَ كَانَ رَسُوْلُ اللهِ -صلى الله عليه وسلم- يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالأَضْحَى إِلَى الْمُصَلَّى
আবূ সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন,
রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার স্বলাত আদায়ের জন্য ঈদগাহে যেতেন। (বুখারী)

সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button