রোজা / সিয়াম
রাসূল (ﷺ) ঈদুল ফিতরের স্বলাত ঈদুল আযহার স্বলাতের চেয়ে একটু দেরী করে পড়তেন
প্রশ্ন : রাসূল (ﷺ) ঈদুল ফিতরের স্বলাত ঈদুল আযহার স্বলাতের চেয়ে একটু দেরী করে পড়তেন কেন?
উত্তর : তুলনামূলক ভাবে ঈদুল ফিতরের স্বলাত রাসূল (ﷺ) একটু দেরী করে পড়তেন এ কারণে যাতে লোকেরা সাদাকাতুল ফিতর (অর্থাৎ ফিত্রা) প্রদানের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিয়ে ঈদগাহে যেতে পারে।
আর ঈদুল আযহা তাড়াতাড়ি প্রথম ওয়াক্তে আদায় করতেন যাতে করে স্বলাত শেষ করে কুরবানীর পশু জবাইয়ের কাজ সম্পন্ন করতে পারে।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব