রোজা / সিয়াম
তারাবীহ স্বলাতের জামাআতে নারীদের শরীক হওয়া কি জায়েয?
প্রশ্ন : তারাবীহ স্বলাতের জামাআতে নারীদের শরীক হওয়া কি জায়েয?
উত্তর : আলহামদুলিল্লাহ্।
ফিতনা-ফ্যাসাদের আশঙ্কা না থাকলে মাসজিদে তারাবীহর জামা’আতে হাজির হওয়া মেয়েদের জন্য জায়েয আছে।
আল্লাহর নাবী (ﷺ) বলেছেন :
لاَ تَمْنَعُوْا إِمَاءَ اللهِ مَسَاجِدَ اللهِ
“তোমরা আল্লাহর বান্দা নারীদেরকে মাসজিদে যেতে নিষেধ করো না।”
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব