রোজা / সিয়াম
ঈদের দিন খাবার গ্রহণ বিষয়ে রাসূল (ﷺ)’র সুন্নাত
প্রশ্ন : ঈদের দিন খাবার গ্রহণ বিষয়ে রাসূল (ﷺ)’র সুন্নাত কি ছিল?
উত্তর : ১. নাবী (ﷺ) ঈদুল ফিতরের দিন না খেয়ে ঘরে থেকে বের হতেন না। আর ঈদুল আযহার দিন ঈদের স্বলাত আদায় না করে কোন কিছু খেতেন না।
كَانَ رَسُوْلُ اللهِ -صلى الله عليه وسلم- لاَ يَغْدُوْ يَوْمَ الْفِطْرِ حَتّٰى يَأْكُلَ تَمَرَاتٍ
২. ঈদুল ফিতরের দিন রাসূল (ﷺ) খেজুর না খেয়ে ঈদগাহে রওয়ানা হতেন না। আর খেজুর খেতেন বেজোড় সংখ্যায় (অর্থাৎ তিনটি, পাঁচটি বা সাতটি এভাবে)। (বুখারী)
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব