রোজা / সিয়াম

ঈদের দিন রাসূল (ﷺ) যে ধরনের পোষাক পরতেন

প্রশ্ন : ঈদের দিন রাসূল (ﷺ) কী ধরনের পোষাক পরতেন?

উত্তর : আল্লামা ইবনু কাইয়িম (রহ.) তার সুপ্রসিদ্ধ গ্রন্থ যাদুল মা’আদে লিখেছেন যে,
নাবী (ﷺ) ঈদের দিন উত্তম পোষাক পরিধান করতেন। তাঁর এক জোড়া পোশাক ছিল যা দু’ঈদ ও জুমু’আর দিন পরিধান করতেন।
অন্য এক হাদীসে রাসূল (ﷺ) বলেছেন :
إِنَّ اللهَ تَعَالٰى يُحِبُّ أَنْ يَر্তুى أَثَرَ نِعْمَتِهِ عَلٰى عَبْدِهِ
আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দার উপর তার প্রদত্ত নি’আমাতের প্রকাশ দেখতে পছন্দ করেন। (সহীহ আল জামে)

সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button