রোজা / সিয়াম

ঈদের স্বলাতের আগে আমাদের করণীয়

প্রশ্ন: ঈদের স্বলাতের আগে আমাদের করণীয় কাজ কী কী?

উত্তর : নিম্নবর্ণিত কাজগুলো করা সুন্নাত/মুস্তাহাব।
✔ ১. গোসল করা, পরিষ্কার পোষাক পরিধান করা মুস্তাহাব।
✔ ২. ঈদুল ফিতরের দিন খাবার খেয়ে ঈদের স্বলাতে যাওয়া, আর ঈদুল আযহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। তাছাড়া ঈদুল আযহার স্বলাত শেষে কুরবানীর গোশত দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত।
✔ ৩. ঈদগাহে পায়ে হেটে যাওয়া মুস্তাহাব। আর একপথে যাবে এবং ভিন্ন পথ দিয়ে আবার পায়ে হেটেই আসা সুন্নাত।
✔ ৪. তাকবীর পড়া এবং তা বেশী বেশী ও উচ্চস্বরে পড়া সুন্নাত। রাসূল (ﷺ) ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর দিতে দিতে যেতেন।
উল্লেখ্য যে, ফজরের স্বলাতের পর ঈদের স্বলাতের পূর্বে অন্য কোন নফল স্বলাত নেই।

সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button