যদি কোন ব্যক্তি ঈদের স্বলাত আদায়ের পর ফিত্রা প্রদান করে তাহলে কি তা আদায় হবে
প্রশ্ন : যদি কোন ব্যক্তি ঈদের স্বলাত আদায়ের পর ফিত্রা প্রদান করে তাহলে কি তা আদায় হবে?
উত্তর : স্বলাত আদায়ের পূর্বে হলে তা ফি রা হিসেবে গণ্য হবে। আর স্বলাতের পর হলে তা হবে সাধারণ দান।
আবদুল্লাহ ইবনু আব্বাস বর্ণিত হাদীসে রাসূল (ﷺ) বলেছেন,
زَكَاةُ الْفِطْرِ طُهْرَةٌ لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطَعْمِهِ لِلْمَسَاكِيْنَ – فَمَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُوْلَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنْ صَدَقَاتٍ
সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় ও বেফাস কথাবার্তা থেকে তাকে পবিত্রকরণ এবং গরীব মিসকীনদের খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূল (ﷺ) ফিত্রা প্রদান করাকে ফরয করে দিয়েছেন।
অতএব যে ব্যক্তি ঈদের স্বলাতের আগে তা পরিশোধ করবে সেটা ফিত্রা হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে। আর ঈদের স্বলাতের পর দিলে তা হবে একটা সাধারণ দান খয়রাত। (অর্থাৎ তা ফিত্রা হিসেবে গণ্য হবে না)। (আবূ দাউদ, ইবনে মাজাহ)
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব