রোজা / সিয়াম
তারাবীহ সর্বপ্রথম কোথায় চালু হয়।
প্রশ্ন : তারাবীহ সর্বপ্রথম কোথায় চালু হয়।
উত্তর : আলহামদুলিল্লাহ্।
আল্লাহর নবী (ﷺ) সর্বপ্রথম মসজিদে নববীতে তারাবীহর স্বলাত সুন্নাত হিসেবে চালু করেন।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব