রোজা / সিয়াম
অতিবৃদ্ধ রোগীদের সিয়াম পালন
প্রশ্ন : খুবই বৃদ্ধ লোক। সিয়াম পালন তার জন্য খুবই কষ্টকর। তার সিয়াম পালনের কি হুকুম?
উত্তর : তার উপর সিয়াম পালন জরুরী নয়। তবে এ ব্যক্তি অন্য কাউকে দিয়ে কাযা আদায় করাবে অথবা ফিদইয়া দিবে। প্রতি এক রোযার জন্য একজন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াবে। (পরিমাণ ৫১০ গ্রাম পরিমাণ ভাল খাবার)
{وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ}
অর্থাৎ “শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদ্ য়া প্রদান করা, এটা একজন মিসকীনকে অন্নদান করা।” (আল-বাকারা : ১৮৪) ১৮৪। ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। তিনি [] আয়াতটি পড়ে বলেছেন যে, এটা মানসূখ (রহিত)। -বুখারী ৪৫০৬ [১৯৪৯]
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব