রোজা / সিয়াম
তারাবীহ অর্থ কি? এ স্বলাতকে কেন তারাবীহ নামকরণ করা হল?
প্রশ্ন : তারাবীহ অর্থ কি? এ স্বলাতকে কেন তারাবীহ নামকরণ করা হল?
উত্তর : আলহামদুলিল্লাহ্
তারাবীহ শব্দের অর্থ বিশ্রাম করা। তারাবীহ বহু দীর্ঘায়িত একটি স্বলাত। প্রতি চার রাকআত শেষে যাতে একটু বিশ্রাম গ্রহণ করতে পারে সেজন্য এর নামকরণ করা হয়েছে তারাবীহ।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব