রোজা / সিয়াম
ঋতুবর্তী মহিলারা কি কাযা করবে?
প্রশ্ন : ঋতুবর্তী মহিলারা কি কাযা করবে?
উত্তর : শুধুমাত্র সিয়াম কাযা করবে। স্বলাত কাযা করতে হবে না।
আয়িশাহ (রা) বলেন :
كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ
আমাদেরও এটা ঘটত (অর্থাৎ মাসিক হতো)। তখন আমরা শুধু সিয়াম কাযা করতে আদিষ্ট হতাম। কিন্তু স্বলাত কাযা করতে আদিষ্ট হতাম না। (বুখারী ও মুসলিম-৩৩৫)
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব