রোজা / সিয়াম
গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা কাযা রোযা কখন করবে?
প্রশ্ন : গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা কাযা রোযা কখন করবে?
উত্তর : আলহামদুলিল্লাহ্
যখন তার জন্য সহজ হবে এবং সন্তানের ক্ষতির কোন আশঙ্কা যখন থাকবে না তখন কাযা করবে।
আল্লাহ্ ভালো জানেন।
সূত্র : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ, সৌদিআরব