রোজা / সিয়াম

শাবান থেকে রমজান পর্যন্ত বিরতিহীনভাবে সিয়াম পালন করা

প্রশ্ন: আল্লাহ আমাকে মাফ করুন। আমি ধূমপান ত্যাগ করে রজব মাসের ৭ তারিখ থেকে শাবান মাসের শেষ পর্যন্ত একাধারে সিয়াম পালন করেছি। শাবান ও রমজানের মাঝখানে কোন বিরতি দেই নি। কারণ এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রকম ফতোয়া পাওয়া গেছে।

উত্তরঃ সমস্ত প্রশংসাআল্লাহর জন্য।

সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনাকে এই হারাম (অভ্যাস) ছেড়ে দেওয়ার তাওফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য ও আপনার জন্য মৃত্যু পর্যন্ত তাঁর দ্বীনের উপর অটল ও অবিচল থাকার তাওফিক প্রার্থনা করছি। আপনি শাবান ও রমজান এর মাঝে বিরতি না দিয়ে যে সিয়াম পালন করেছেন সেটা জায়েয। আপনার এই আমল রাসূলের সুন্নাহ মোতাবেক হয়েছে। আরও জানতে পড়ুনপ্রশ্ননং(13726)ও(26850)।

সূত্রঃ islamqa.info  

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button