রোজা / সিয়াম

শাওয়াল মাসের ছয় রোযা কি প্রতি বছর রাখা আবশ্যকীয়

প্রশ্নঃ জনৈক ব্যক্তি শাওয়ালের ছয় রোযা রাখেন। কোন এক বছর তার অসুখ হল কিংবা কোন প্রতিবন্ধকতার শিকার হলেন কিংবা অলসতা করে রোযা রাখলেন না। এতে করে কি তার গুনাহ হবে? কেননা আমরা শুনেছি যে, যে ব্যক্তি এ রোযাগুলো কোন বছর রাখে সে যেন এ রোযাগুলো আর না ছাড়ে।

উত্তরঃ আলহামদুলিল্লাহ।

ঈদের দিনের পরে শাওয়াল মাসে ছয় রোযা রাখা একটি সুন্নত। যে ব্যক্তি একবার রোযা রেখেছে কিংবা একাধিকবার রোযা রেখেছে তার উপর এ রোযা অব্যাহতভাবে রেখে যাওয়া ওয়াজিব হয় না কিংবা না রাখলে গুনাহগার হয় না।

আল্লাহ্‌ই তাওফিকদাতা, আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার-পরিজন ও তাঁর সাহাবীবর্গের উপর আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্রঃ islamqa.info 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button