রোজা / সিয়াম

ইসলাম গ্রহণ করার আগে রমযানের যে অংশ পার হয়ে গেছে তাকে কি সে অংশের রোযা কাযা পালন করতে হবে?

প্রশ্ন: ইসলাম গ্রহণ করার আগে রমযানের যে দিনগুলো পার হয়ে গেছে তাকে কি সে দিনগুলোর রোযা কাযা পালন করতে হবে?

উত্তর: আলহামদুলিল্লাহ।

ইসলাম গ্রহণ করার আগের দিনগুলোর রোযা কাযা পালন করা তার উপর আবশ্যক নয়। কেননা সে সময় রোযা পালন করার নির্দেশ দ্বারা তিনি সম্বোধিত ছিলেন না। তাই যাদের উপর রোযা ফরয তিনি তখন সে দলের অন্তর্ভুক্ত ছিলেন না। অতএব, সে সময়ের রোযার কাযা পালন করা তার উপর অবধারিত নয়।”[সমাপ্ত]

শাইখ উছাইমীন (রহঃ)

[আল-ইজাবাত আলা আসইলাতিল জালিয়াত (১/৮)]

সুত্র: Islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button