সালাত আদায়ের পদ্ধতি
প্রশ্ন : আমাদের মসজিদের ইমাম দীর্ঘক্ষণ মুছল্লীদের দিকে ফিরে বসে থাকেন। ফলে মুছল্লীগণ বিরক্ত বোধ করেন। এক্ষণে ফরয ছালাত শেষ হওয়ার পর ইমাম কোন মুখী হয়ে বসবেন?
উত্তর : ছালাতের সালাম শেষে ইমাম ডাইনে অথবা বামে ঘুরে সরাসরি মুক্তাদীগণের দিকে ফিরে বসবেন (বুখারী হা/৮৫২; মুসলিম হা/৭০৭; মিশকাত হা/৯৪৪-৪৬)।
আর ইমামের ঘুরে থাকাতে মুছল্লীর বিরক্তির কোন কারণ নেই। তবে ইমামের কোন কথার বলার প্রয়োজন না থাকলে এবং মুছল্লীরা সুন্নাত শুরু করলে ইমাম ডানে বা বামে ঘুরে গিয়ে অবশিষ্ট যিকির-আযকার পাঠ করবেন (মির‘আতুল মাফাতীহ ৩/৩০৩)।
সূত্র: মাসিক আত-তাহরীক।