সালাত আদায়ের পদ্ধতি

প্রশ্ন : উভয় তাশাহহুদের সময় বসার নিয়ম বিস্তারিত জানতে চাই।

 

উত্তর : ১ম বৈঠকে বাম পা পেতে তার উপরে বসবে ও শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে দিয়ে বাম নিতম্বের উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে। এই সময় ডান পায়ের আঙ্গুলী সমূহের অগ্রভাগ ক্বিবলা মুখী থাকবে (বুখারী হা/৮২৮, আবুদাঊদ, মিশকাত হা/৭৯২, ৮০১; নায়লুল আওত্বার ৩/১৪৩-৪৫)। জোড়-বেজোড় যেকোন ছালাতে সালামের বৈঠকে নারী-পুরুষ সকলে এভাবেই বাম নিতম্বের উপর বসবেন। একে ‘তাওয়ার্রুক’ বলা হয় (বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল পৃঃ ১১৮)

 

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button