সালাত আদায়ের পদ্ধতি
প্রশ্ন : পাঁচ ওয়াক্ত ছালাত আদায়ের পর নিয়মিতভাবে সূরা নাস ও সূরা ফালাক্ব পড়ে দু’হাত একত্রিত করে ফুঁক দিয়ে শরীরে হাত বুলানো যাবে কি?
উত্তর : উক্ত সূরাদ্বয় পাঠ করে শরীরে হাত বুলানোর বিষয়টি ঘুমানোর সময় এবং রোগাক্রান্ত অবস্থায় প্রযোজ্য (বুখারী হা/৫০১৭, ৪৪৩৯; মিশকাত হা/২১৩২, ১৫৩২)।
প্রত্যেক ছালাতের পর নিয়মিতভাবে সূরা ফালাক্ব ও নাস পাঠ করা যাবে (আবুদাঊদ হা/১৫২৩; মিশকাত হা/৯৬৯)। কিন্তু হাত বুলানো নয়।
সূত্র: মাসিক আত-তাহরীক।