সালাত / নামায

জুমার খোতবা শ্রবণকালে মোবাইলে এর অনুবাদ অনুসরণ করার বিধান

প্রশ্ন: খতীব জুমার খোতবা দান কালীন সময় যে ব্যক্তি আরবী ভাষা বুঝেন না তার জন্য খোতবার অনুবাদকারী কোন ভিজুয়াল স্ক্রীন কিংবা মোবাইল অ্যাপস ব্যবহার করার হুকুম কী? শ্রোতা নিজের মোবাইলে খোতবার অনুবাদ অনুসরণ করে?

উত্তর: আলহামদু লিল্লাহ।

আমি এ প্রশ্নটি আমাদের শাইখ আব্দুর রহমান আল-বার্‌রাকের কাছে পেশ করেছি; তিনি বলেন: “এতে কোন অসুবিধা নাই। এটি খোতবার সময় নিষিদ্ধ অনর্থক কাজের মধ্যে পড়বে না। কেননা এটি প্রয়োজনীয়। এটি অযথা কাজ নয়।”[সমাপ্ত]

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সুত্র: Islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button