সালাত / নামায

প্রশ্ন: জুমু‘আর ছালাতের পর টাকা উঠানোর জন্য কৌটা চালানো কি বিদ‘আত?

উত্তর : এটা বিদ‘আত নয়। বরং শরী‘আতে বৈধ। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিভিন্ন ছালাতের পর ছাহাবীদেরকে ছাদাক্বাহ করার প্রতি উৎসাহিত করতেন। আবূ সাঈদ খুদরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, একবার ঈদুল আযহা কিংবা ঈদুল ফিতরের দিন রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহে গেলেন। অতঃপর মহিলাদের নিকট দিয়ে যাওয়ার সময় বললেন, ‘হে মহিলাগণ! তোমরা ছাদাক্বাহ কর’ (ছহীহ বুখারী, হা/৩০৪; ছহীহ মুসলিম, হা/৭৯)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button