সালাত / নামায

প্রশ্ন : ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ) বলেন, এক রাক‘আত বিতর পড়া সঠিক নয়। আর ছালাত কখনো এক রাক‘আত হয় না। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : উক্ত বক্তব্য ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ)-এর নামে চালিয়ে দেয়া হয়েছে। কারণ এর কোন প্রমাণ পাওয়া যায় না। বরং এক রাক‘আত বিতরের অনেক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (ছহীহ বুখারী, হা/৯৯৫, (ইফাবা হা/৯৪১, ২/২২৭ পৃ.) ও হা/৯৯০, (ইফাবা হা/৯৩৭, ২/২২৫ পৃ.); ছহীহ মুসলিম, হা/৭৪৯, (ইফাবা হা/১৫৮৮) ও হা/৭৫২ (ইফাবা হা/১৬১৮-১৬২১); আবূ দাঊদ, হা/১৪২২; তিরমিযী, হা/৪৬১; ছহীহ নাসাঈ হা/১৬৯৩; ইবনু মাজাহ, হা/১১৭৪; মিশকাত হা/১২৫৪-১২৫৫; বঙ্গানুবাদ মিশকাত হা/১১৮৬, ৩/১৩১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button