সালাত / নামায

প্রশ্ন : কখন ফজর ছালাত আদায় করতে হবে এবং এর সঠিক সময় কোনটি?

উত্তর : ফজরের ছালাত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অন্ধকার থাকতেই আদায় করতেন (আবূদাঊদ, হা/৩৯৭, ১ম খণ্ড, পৃ. ৫৮, সনদ ছহীহ)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,

كَانَ رَسُوْلُ اللهِ صلي الله عليه و سلم لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوْطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنْ الْغَلَسِ

‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের ছালাত আদায় করতেন। অতঃপর মহিলারা চাদর মুড়ি দিয়ে ঘরে ফিরত। কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না’ (ছহীহ বুখারী, হা/৮৬৭, (ইফাবা হা/৮২৫, ২/১৬১ পৃ.); মিশকাত, হা/৫৯৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/৫৫০, ২/১৭৬ পৃ.)। এ মর্মে আরো হাদীছ বর্ণিত হয়েছে (ছহীহ বুখারী, হা/৮৭২, (ইফাবা হা/৮৩০, ২/১৬৩ পৃ.; ছহীহ বুখারী, হা/৫৭৮, (ইফাবা হা/৫৫১, ২/২৮ পৃ.)।

রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফজরের ছালাত এমন সময় পড়তেন, যখন আমাদের কেউ পার্শ্বে বসা ব্যক্তিকে চিনতে পারত না, যাকে সে আগে থেকেই চিনে। তিনি ফজর ছালাতে ৬০ থেকে ১০০টি আয়াত তেলাওয়াত করতেন (ছহীহ বুখারী, হা/৫৪১, (ইফাবা হা/৫১৪, ২/১২ পৃ.); ছহীহ আবূ দাঊদ, হা/৩৯৮, ১/৫৮ পৃ.)।

এমনকি তিনি মৃত্যু পর্যন্ত অন্ধকারেই ফজরের ছালাত আদায় করেছেন। কেবল একবার ক্বিরাআত দীর্ঘ করে ফর্সা করে আদায় করেছিলেন (ছহীহ আবূ দাঊদ, হা/৩৯৪, সনদ ছহীহ)।

অতএব ফজরের ছালাত অন্ধকারেই আদায় করতে হবে। ফর্সা হওয়ার পর ফজরের ছালাত শুরু করা সুন্নাতের বিরুদ্ধাচরণ করা ছাড়া কিছু নয়।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button