সালাত / নামায
প্রশ্ন : ছালাতরত অবস্থায় হাঁচি হ’লে আলহামদুলিল্লাহ বলা বা তার জবাব দেওয়া জায়েয হবে কি?
উত্তর : ছালাতরত অবস্থায় কারো হাঁচি হ’লে সে নীরবে আলহামদুলিল্লাহ পাঠ করবে। তবে এর জওয়াব কারো দিতে হবে না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৯/৩৪৮)।
জনৈক ছাহাবী ছালাতে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন। রাসূল (ছাঃ) তাকে কিছু না বলে যে জওয়াব দিয়েছিল তাকে জওয়াব দিতে নিষেধ করেন (ইবনু আবী শায়বাহ হা/৮০২০)।
অতএব ছালাতে কারো হাঁচি হ’লে আলহামদুলিল্লাহ বলবে। কিন্তু কোন জওয়াব দিবে না (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৮/২ নম্বর ২৭২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।