সালাত / নামায
প্রশ্ন : তাহাজ্জুদ ছালাত ৮ রাক‘আতের কম আদায় করা হলে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে কি?
উত্তর : রাসূল (ছাঃ) বলেন, ‘রাতের ছালাত দুই দুই। অতঃপর যখন তুমি ফজর হয়ে যাবার আশংকা করবে, তখন এক রাক‘আত পড়ে নাও, যা তোমার পিছনের সব ছালাতকে বিতরে পরিণত করবে’ (বুঃ মুঃ মিশকাত হা/১২৫৪)।
তিনি বলেন, যে ব্যক্তি চায় একটানা ৫ রাক‘আত বিতর পড়ুক, যে চায় তিন রাক‘আত, যে চায় এক রাক‘আত বিতর পড়ুক (আবুদাঊদ, নাসাঈ, ইবনু মাজাহ, মিশকাত হা/১২৬৫)
অতএব সর্বনিম্ন দু’রাক‘আতও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে (বিস্তারিত দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ), পৃ. ১০১)।
সূত্র: মাসিক আত-তাহরীক।