সালাত / নামায
প্রশ্ন : ১০০ বছর পূর্বে নির্মিত মসজিদের জমি ওয়াকফকৃত ছিল না। উক্ত জমির ৭ জন উত্তরাধিকারীর মধ্যে ৩ জন জমি ফেরৎ চায়। তাদের এ দাবী শরী‘আতসম্মত কি? মসজিদ কমিটি উক্ত জমি ফেরৎ দিতে বাধ্য কি?
উত্তর : লিখিতভাবে ওয়াকফকৃত না হ’লেও মৌখিকভাবে জায়গাটি ওয়াকফকৃত হয়েছে বলে ধরে নিতে হবে, যেহেতু সুদীর্ঘকাল যাবৎ সেটি মসজিদের জায়গা হিসাবেই ব্যবহৃত হয়ে আসছে। দাতা স্বতঃস্ফুর্তভাবে দান বা ওয়াকফ না করলে এটি মসজিদের জায়গা হিসাবে ব্যবহৃত হ’ত না। সুতরাং এতদিন পর উত্তরাধিকারীদের পক্ষে এমন দাবী তোলা শরী‘আতসম্মত নয়।
তবে যদি যথাযথ তদন্তের মাধ্যমে জানা যায় যে, মসজিদের জায়গাটি লিখিত বা মৌখিক কোনভাবেই ওয়াকফ করা হয়নি। বরং জমিটি জোরপূর্বকভাবে দখলকৃত হয়েছে, সেক্ষেত্রে মসজিদ কমিটি উত্তরাধিকারীদের সাথে যে কোন বৈধ শর্তে সমঝোতা করে নিবে। তবে মসজিদের কোন ক্ষতি করা যাবে না।
সূত্র: মাসিক আত-তাহরীক।