সালাত / নামায
প্রশ্ন : মসজিদের ডান দিকের পশ্চিমে পৃথক কোন বাড়িতে মহিলারা জুম‘আর ছালাত আদায় করতে পারবে কি?
উত্তর : কোন বাড়ি থেকে মসজিদের ইমামের অনুসরণ করা জায়েয নয়। কারণ সেটা জামা‘আত হিসাবে গণ্য হবে না। জামা‘আতের জন্য একই মসজিদের অন্তর্ভুক্ত হওয়া, কাতার মিলে থাকা এবং ইমামের তাকবীর শুনতে পাওয়া ইত্যাদি শর্তগুলো থাকা আবশ্যক (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৪০৭-৪১০; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/২৯৭-৩০০)।
তবে বাধ্যতামূলক কোন ওযরবশত বা মসজিদে জায়গা সংকুলান না হ’লে কাতার মিলে থাকার শর্তে এমন বাড়িতে ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৪০৪; উছায়মীন, মাজমূ‘ফাতাওয়া ১৩/২৮, ৪৫)।
সূত্র: মাসিক আত-তাহরীক।