সালাত / নামায
প্রশ্ন : আমি ছালাতে গিয়ে দেখি ইমাম রুকূ অবস্থায়। ছালাতে অংশগ্রহণ করেই সূরা ফাতিহা পাঠ করা শুরু করি। এরই মধ্যে ইমাম রুকূ থেকে উঠে যান। আমি সেটিকে রাক‘আত ধরে ছালাত সম্পন্ন করি। পরে জানতে পারি যে উক্ত রাক‘আত হয়নি। এক্ষণে আমার করণীয় কি?
উত্তর : রুকূ না পাওয়ার কারণে সে রাক‘আত পায়নি। এক্ষণে ঐ ব্যক্তিকে উক্ত ওয়াক্তের ফরয
ছালাত পুনরায় আদায় করতে হবে। কারণ সে ওয়াক্তের মধ্যে সেই ছালাতের বাকী অংশ আদায় করেনি। কারো যদি এক রাক‘আত ছালাত ছুটে যায় এবং সালাম ফিরিয়ে নেয় আর ওয়াক্তের মধ্যে মনে হয় তাহ’লে যে রাক‘আত বা রুকন ছুটেছে তা আদায় করে সহো সিজদা দিয়ে সালাম ফিরালেই যথেষ্ট হবে। আর যদি ছুটে যাওয়া রাক‘আত বা রুকনের বিষয়ে ওয়াক্তের পরে স্মরণ হয় তাহ’লে উক্ত ওয়াক্তের ফরয ছালাত সম্পূর্ণ আদায়
করতে হবে (ইবনু কুদামা, আল-মুগনী ৩/১১৪, ১/৬৯৩; শায়খ উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১৭; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯৩৬ পৃ.)।
ছালাত পুনরায় আদায় করতে হবে। কারণ সে ওয়াক্তের মধ্যে সেই ছালাতের বাকী অংশ আদায় করেনি। কারো যদি এক রাক‘আত ছালাত ছুটে যায় এবং সালাম ফিরিয়ে নেয় আর ওয়াক্তের মধ্যে মনে হয় তাহ’লে যে রাক‘আত বা রুকন ছুটেছে তা আদায় করে সহো সিজদা দিয়ে সালাম ফিরালেই যথেষ্ট হবে। আর যদি ছুটে যাওয়া রাক‘আত বা রুকনের বিষয়ে ওয়াক্তের পরে স্মরণ হয় তাহ’লে উক্ত ওয়াক্তের ফরয ছালাত সম্পূর্ণ আদায়
করতে হবে (ইবনু কুদামা, আল-মুগনী ৩/১১৪, ১/৬৯৩; শায়খ উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/১৭; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৯৩৬ পৃ.)।
সূত্র: মাসিক আত-তাহরীক।