সালাত / নামায
প্রশ্ন : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে কি?
উত্তর : তাহাজ্জুদ সহ যেকোন নফল ছালাত স্ত্রীর সাথে জামা‘আতের সাথে আদায় করা যাবে। তবে
স্ত্রী পিছনে দাঁড়াবে। আনাস ইবনু মালেক (রাঃ) বলেন, একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতীম ছেলে (অর্থাৎ আমার ভাই) নবী করীম (ছাঃ)-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করলাম। আর আমার মা উম্মে সুলাইম (রাঃ) আমাদের পিছনে দাঁড়ালেন (বুখারী হা/৭২৭; মিশকাত হা/১১০৮)।
স্ত্রী পিছনে দাঁড়াবে। আনাস ইবনু মালেক (রাঃ) বলেন, একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতীম ছেলে (অর্থাৎ আমার ভাই) নবী করীম (ছাঃ)-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করলাম। আর আমার মা উম্মে সুলাইম (রাঃ) আমাদের পিছনে দাঁড়ালেন (বুখারী হা/৭২৭; মিশকাত হা/১১০৮)।
তবে এটি নিয়মিত করা উচিৎ হবে না। কারণ রাসূল (ছাঃ) এমন আমল মাঝে-মধ্যে করেছেন (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৪১৪; বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব)।
সূত্র: মাসিক আত-তাহরীক।