সালাত / নামায
প্রশ্ন : ঈদুল ফিৎর ও ঈদুল আযহার দিনে ঈদগাহ সজ্জিত করার হুকুম কি?
উত্তর : ঈদগাহকে সজ্জিত করা শরী‘আত সম্মত নয়। কারণ ঈদগাহ হ’ল ইবাদতের স্থান। আর ইবাদতের স্থানকে সাজ-সজ্জায় সুশোভিত করা সিদ্ধ নয়।
আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ (ছাঃ) বলেছেন, মসজিদ সমূহকে চাকচিক্যময় করে নির্মাণ করার জন্য আমি আদিষ্ট হইনি’। ইবনু আববাস (রাঃ) বলেন, কিন্তু তোমরা একে সুসজ্জিত
করবে যেভাবে ইহূদী-নাছারাগণ করত (আবূদাঊদ হা/৪৪৮; মিশকাত হা/৭১৮)।
সূত্র: মাসিক আত-তাহরীক।