সালাত / নামায
প্রশ্ন : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? ইমাম অন্য সূরা পাঠ করার সময় মুক্তাদী ইমামের সাথে মিলিয়ে পাঠ করতে পারবে কি?
উত্তর : জেহরী ছালাতে মুক্তাদীরা ইমামের সাথেই চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করবে (আহমাদ হা/২২৭৯৭-৮০২; বিন বায মাজমূ‘ ফাতাওয়া ১১/২২১; ঊছায়মীন, ফাতাওয়া আরকানুল ইসলাম ৩২২ পৃ.)।
আর ইমামের সূরা ফাতিহা সম্পন্ন হওয়ার পরে জামা‘আতে যোগদান করলে নিজে নিজে নিরবে সূরা ফাতিহা পাঠ করে নিবে (মুসলিম হা/৩৯৫; মিশকাত হা/৮২৩; ইবনু হাজার, ফাৎহুল বারী ২/২৪২; মির‘আতুল মাফাতীহ ৩/১২৮; তোহফাতুল আহওয়াযী ২/২১০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।