সালাত / নামায
প্রশ্ন : বাড়ি পাশের মসজিদের সামনের দেওয়ালে পৃথক ঘরে দু’টি কবর আছে এবং সেখানে প্রতিদিন আগরবাতি ও লাইট জ্বালানো হয়। অন্য মসজিদ দূরে অবস্থিত। এক্ষণে আমি ঘরে না মসজিদে ছালাত আদায় করব?
উত্তর : মসজিদের বাইরে যদি কবর থেকে পৃথককারী প্রাচীর থাকে, তবে সেই মসজিদে ছালাত আদায় করা যাবে, অন্যথায় নয় (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩১/১২; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৫৭; আলবানী, তাহযীরুস সাজেদ, পৃঃ ১২৭)। কারণ রাসূল (ছাঃ) কবরের দিকে ফিরে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (মুসলিম হা/৯৭২; নাসাঈ হা/৭৬০; ছহীহাহ হা/১০১৬)।
এক্ষণে বর্ণনামতে কবর দু’টি মসজিদের দেওয়ালের সাথে লাগোয়া হ’লে এবং পৃথক
প্রাচীর না থাকলে সেখানে ছালাত আদায় করা যাবে না। আর অন্য মসজিদের অবস্থান
যদি আযান শোনা যায়, এমন দূরত্বে হয়, তবে সে মসজিদে যেতে হবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।