সালাত / নামায
প্রশ্ন : মসজিদে জমি দানকারীর নাম লেখা যাবে কি?
উত্তর : জমিদাতার নাম মসজিদে না লেখাই উত্তম। কারণ এতে রিয়া বা লোক দেখানো আমল হয়ে থাকে।।ফলে দাতা ছওয়াব থেকে বঞ্চিত হ’তে পারেন। তবে রিয়া অথবা আত্মপ্রচার ব্যতীত কেবল মানুষের অবগতি বা পরিচিতির উদ্দেশ্যে নাম লেখা যেতে পারে।
যেমনভাবে মসজিদের পরিচয়সূচক কারো নামে মসজিদের নামকরণ করা যায়। রাসূল (ছাঃ) এর যুগে বিভিন্ন ব্যক্তি বা গোত্রের নামে মসজিদের নামকরণ করা হ’ত যেমন মসজিদে
মু‘আবিয়া মসজিদে বনু যুরায়েক্ব ইত্যাদি (ইবনু হাজার, ফাৎহুল বারী ১/৫১৫; নববী, আল-মাজমূ‘ ২/২০৮)।
সূত্র: মাসিক আত-তাহরীক।