সালাত / নামায
প্রশ্ন : সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে বাসায় জামা‘আত করে ছালাত আদায় করা যাবে কি?
উত্তর : সুযোগ থাকা সত্ত্বেও বাসায় জামা‘আত করে ছালাত আদায় করা শরী‘আত সম্মত নয়। কারণ
রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনলো এবং তার কোন ওযর না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হ’ল না, তার ছালাত হ’ল না’ (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭; ছহীহুল জামে‘ হা/৬৩০০)।
রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনলো এবং তার কোন ওযর না থাকা সত্ত্বেও জামা‘আতে উপস্থিত হ’ল না, তার ছালাত হ’ল না’ (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭; ছহীহুল জামে‘ হা/৬৩০০)।
ইবনু মাসঊদ (রাঃ) বলেন, ‘যাকে এ কথা আনন্দ দেয় যে, সে কাল কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, তার উচিত সে যেন এই ছালাত সমূহ আদায়ের প্রতি যত্ন রাখে। যেখানে তার জন্য আযান দেওয়া হয় (অর্থাৎ মসজিদে)।
কেননা মহান আল্লাহ তোমাদের নবী (ছাঃ)-এর নিমিত্তে হেদায়াতের পন্থা সমূহ নির্ধারণ করেছেন। আর নিশ্চয় এই ছালাত সমূহ হেদায়াতের অন্যতম পন্থা ও উপায়।
যদি তোমরা (ফরয) ছালাত নিজেদের ঘরেই পড়, যেমন এই পিছিয়ে থাকা লোকগুলো নিজ নিজ ঘরে ছালাত পড়ে, তাহ’লে তোমরা তোমাদের নবীর তরীকা পরিহার করবে’ (মুসলিম হা/৬৫৪; মিশকাত হা/১০৭২)।
তিনি আরও বলেন, রাসূল (ছাঃ) আমাদেরকে হেদায়াতের রীতি-নীতি শিক্ষা দিয়েছেন। এই সকল রীতি-নীতির একটি হ’ল সেই মসজিদে ছালাত আদায় করা, যেখানে আযান দেয়া হয়েছে’। (মুসলিম হা/৬৫৪; মিশকাত হা/১০৭২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।