প্রশ্ন : ফজর বা আছরের ছালাতরত অবস্থায় সূর্যোদয় বা সূর্যাস্ত হ’লে ছালাত বাতিল হয়ে যাবে কি?
রাসূল (ছাঃ) বলেন, তোমাদের কেউ যদি
সূর্য অস্ত যাওয়ার পূর্বে আছরের ছালাতের এক সিজদা পায়, তাহ’লে সে যেন ছালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্য উদিত হবার পূর্বে ফজরের ছালাতের এক সিজদা পায়, তাহ’লে সে যেন ছালাত পূর্ণ করে নেয় (বুখারী হা/৫৫৬; মিশকাত হা/৬০২)।
কারণ কাযা ছালাত যে কোন সময় পড়া যায় এমনকি নিষিদ্ধ সময়েও। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ছালাত আদায় করতে ভুলে যায় অথবা আদায় না করে ঘুমিয়ে পড়ে, তার কাফ্ফারা হ’ল, যখনই তার স্মরণ হবে ছালাত আদায় করে নিবে। অন্য বর্ণনায় এসেছে, তার একমাত্র কাফ্ফারা হ’ল ঐ ছালাত আদায় করে নেয়া (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬০৩,৬০৪)।
উলেখ্য, যে তিনটি সময়ে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে, তা মূলতঃ সাধারণ নফল ছালাতের ক্ষেত্রে প্রযোজ্য। ক্বাযা ছালাত, জানাযার ছালাত, তাহিইয়াতুল মাসজিদ, ত্বাওয়াফ শেষে দু’রাক‘আত নফল ছালাত প্রভৃতি বিশেষ কারণযুক্ত
ছালাতের ক্ষেত্রে প্রযোজ্য নয় (ইবনু কুদামাহ, আল-মুগনী ২/৮১)।
সূত্র: মাসিক আত-তাহরীক।