সালাত / নামায
প্রশ্ন : জামা-কাপড়ে গরু-ছাগলের পেশাব লেগে গেলে উক্ত পোষাকে ছালাত হবে কি?
উত্তর : ছালাত হয়ে যাবে। কারণ যে সকল প্রাণীর গোশত হালাল, সেগুলির পেশাব অপবিত্র নয় (মুগনী ২/৬৫-৬৬; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৩৭৮)।
রাসূল (ছাঃ) একদল লোককে উটের পেশাব দ্বারা চিকিৎসা করার অনুমতি দিয়েছিলেন (বুখারী হা/৫৭৮১)।
অথচ তিনি হারাম বস্ত্ত দ্বারা চিকিৎসা গ্রহণ হারাম করেছেন। তাছাড়া তিনি ছাগলের খামারে ছালাত আদায়ের অনুমতি দিয়েছিলেন (মুসলিম হা/৩৬০; মিশকাত হা/৩০৫)।
তবে যদি অপরিচ্ছন্নতা ও দুর্গন্ধ সৃষ্টি করে এবং তা অপর মুছল্লীদের জন্য কষ্টদায়ক হয়, তবে উক্ত পোষাক ত্যাগ করে ভিন্ন পোষাক পরিধান করা উচিত।।আল্লাহ বলেন, তোমরা প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৭/৩১)।
সূত্র: মাসিক আত-তাহরীক।