সালাত / নামায
প্রশ্ন : সুৎরা কি যেকোন বস্ত্ত দ্বারা দেওয়া যায়? যেমন কলম, মোবাইল, কাপড়-চোপড় ইত্যাদি।
উত্তর : সুৎরা হিসাবে বোধগম্য হয়, এরূপ প্রত্যেক বস্ত্তকে সুৎরা হিসাবে ব্যবহার করা যাবে।
রাসূল (ছাঃ)-কে সুৎরা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, উটের হাওদার পিছনের কাঠের পরিমাণ (মুসলিম হা/৪৯৯)।
নববী বলেন, হাওদার পিছনের কাঠ, যা হাতের (কনুই থেকে আঙগুলের অগ্রভাগ পর্যন্ত) তিনভাগের একভাগ পরিমাণ। এরূপ যেকোন বস্ত্ত সামনে রাখলেই তা যথেষ্ট হবে (নববী, শরহ মুসলিম হা/৪৯৯)।
স্মর্তব্য যে, দাগ টেনে সুৎরা দেওয়ার হাদীছ যঈফ (যঈফ আবুদাঊদ, মিশকাত হা/৭৮১; যঈফুল জামে‘ হা/৫৬৯)।
সূত্র: মাসিক আত-তাহরীক।