সালাত / নামায
প্রশ্ন : জনৈক ব্যক্তি বলেন, জায়নামায বা কার্পেটের উপর সিজদা দেওয়ার চেয়ে মাটিতে সিজদা করা উত্তম ও ফযীলতপূর্ণ। একথার কোন সত্যতা আছে কি?
উত্তর : সরাসরি মাটিতে সিজদা দেওয়ার বিশেষ কোন ফযীলত নেই। রাসূল (ছাঃ) কখনো চাটাইয়ের উপর সিজদা দিয়েছেন (বুখারী হা/৩৮০, ৩৭৯; মুসলিম হা/৬৫৮)।
কখনো খেজুর পাতার তৈরী বিছানায় ছালাত আদায় করেছেন’ (মুসলিম হা/৬৫৯)।
আবার কখনো সরাসরি মাটিতে সিজদা দিয়েছেন (বুখারী হা/৬৬৯; মুসলিম হা/১১৬৭)।
অতএব মাটিতে বা যেকোন পবিত্র বস্ত্ত ও কাপড়ের উপরে সিজদা দেওয়ায় ছওয়াবের কোন তারতম্য নেই। শরী‘আতের দৃষ্টিতে সবগুলো জায়েয (নববী, শরহ মুসলিম হা/১০৫৩-এর ব্যাখ্যা)।
সূত্র: মাসিক আত-তাহরীক।