সালাত / নামায
প্রশ্ন : জুম‘আর ছালাতে খত্বীব ছাহেবের জন্য ছালাতের ইমামতি করা সুন্নাত কি?
উত্তর : হ্যাঁ সুন্নাত। কারণ রাসূল (ছাঃ) নিজে খুৎবা দিতেন এবং তিনিই ইমামতি করতেন। ইবনু
কুদামা বলেন, সুন্নাত হ’ল যিনি খুৎবা দিবেন তিনিই ইমামতি করবেন। কেননা নবী করীম (ছাঃ) উভয়টি নিজেই করতেন। অনুরূপভাবে পরে খুলাফায়ে রাশেদীনও এমনটি করেছেন। তবে ওযরের কারণে একজন খুৎবা দিলে এবং অপরজন ইমামতি করলে তা জায়েয হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩৮৬)।
কুদামা বলেন, সুন্নাত হ’ল যিনি খুৎবা দিবেন তিনিই ইমামতি করবেন। কেননা নবী করীম (ছাঃ) উভয়টি নিজেই করতেন। অনুরূপভাবে পরে খুলাফায়ে রাশেদীনও এমনটি করেছেন। তবে ওযরের কারণে একজন খুৎবা দিলে এবং অপরজন ইমামতি করলে তা জায়েয হবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩৮৬)।
সূত্র: মাসিক আত-তাহরীক।