সালাত / নামায

প্রশ্ন : ঈদুল আযহার ছালাতের সময় শেষ রাক‘আতে ইমাম ছাহেব সিজদা দিতে ভুল করার পর পুনরায় সিজদা দিয়ে শেষে সহো সিজদা দিয়েছেন। কিন্তু অনেকেই বলছে ছালাত পুনরায় আদায় করতে হবে। এক্ষণে করণীয় কি?

উত্তর : ইমাম ছাহেবের সহো সিজদা প্রদান সঠিক হয়েছে। কারণ সহো সিজদা ফরয-নফল সকল ছালাতের ক্ষেত্রে প্রযোজ্য।

রাসূল (ছাঃ) বলেন, তোমাদের কারো ছালাতের মাঝে ভুল হয়ে গেলে সে যেন দু’টি সিজদা করে (মুসলিম হা/৫৭২)

এ হাদীছে ফরয বা নফলের মধ্যে পার্থক্য করা হয়নি।

ইবনু আববাস (রাঃ) বিতর ছালাতের পর দু’টি সিজদা দিয়েছেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৬৭৮৪, বুখারী, তারজুমাতুল বাব হা/১২৩২)

উছায়মীন বলেন, ফরয-নফল উভয় ছালাতে কারণ পাওয়া গেলে সহো সিজদা দেওয়া যাবে (মাজমূ‘ ফাতাওয়া ১৪/৬৪)

হানাফী বিদ্বান বুরহানুদ্দীন বুখারী বলেন, ঈদায়েন, জুম‘আ, ফরয ও নফল সকল ছালাতে সহো সিজদা সমানভাবে প্রযোজ্য (আল-মুহীত্ব ২/১১৪)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button