সালাত / নামায
প্রশ্ন : বাড়ীতে কাজের ঝামেলায় যোহরের ছালাত ও বাজারে বেচা-কেনার ভীড়ে আছরের ছালাত জামা‘আতে আদায় করা সম্ভব হয় না। এভাবে দুনিয়াবী কারণে নিয়মিত জামা‘আত ত্যাগ করলে গুনাহগার হ’তে হবে কি?
উত্তর : এরূপ নিয়মিত করা যাবে না। উপরোক্ত কারণসমূহ গ্রহণযোগ্য কোন শারঈ ওযর নয়। বরং ছালাতের সময় দোকান বন্ধ রাখতে হবে। আল্লাহ বলেন, ‘যখন জুম‘আর দিন ছালাতের
আযান হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়ে যাও এবং ব্যবসা ছাড়’ (জুম‘আ ৬২/৯)।
এটি কেবল জুম‘আর ছালাতের জন্য নয়, সকল ফরয ছালাতের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনল, অথচ জামা‘আতে এলো না, তার ছালাত হ’ল না। তবে বিশেষ ওযর ব্যতীত’ (ইবনু মাজাহ হা/৭৯৩; ছহীহ ইবনু হিববান হা/২০৬৪; মিশকাত হা/১০৭৭)।
আযান হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়ে যাও এবং ব্যবসা ছাড়’ (জুম‘আ ৬২/৯)।
এটি কেবল জুম‘আর ছালাতের জন্য নয়, সকল ফরয ছালাতের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনল, অথচ জামা‘আতে এলো না, তার ছালাত হ’ল না। তবে বিশেষ ওযর ব্যতীত’ (ইবনু মাজাহ হা/৭৯৩; ছহীহ ইবনু হিববান হা/২০৬৪; মিশকাত হা/১০৭৭)।
অতএব বিনা ওযরে বাড়িতে বা দোকানে ফরয ছালাত আদায় করলে ছালাতের ফরযিয়াত
আদায় হয়ে যাবে। তবে নিয়মিতভাবে ওয়াজিব ত্যাগ করার কারণে গুনাহগার হ’তে হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৭০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।