সালাত / নামায
প্রশ্ন : খুৎবা চলাকালীন সময়ে প্রয়োজনীয় বাক্যালাপ করা যাবে কি?
উত্তর : খুৎবা চলাকালীন সময়ে পারস্পরিক বাক্যালাপ শরী‘আত সম্মত নয়। এমনকি রাসূল (ছাঃ) কাউকে ‘চুপ কর’ বলতেও নিষেধে করেছেন। যেমন তিনি বলেন, জুম‘আর দিন ইমাম
খুৎবারত অবস্থায় যদি তুমি তোমার পাশের মুছল্লীকে ‘চুপ কর’ বল, তাহ’লে তুমি
অনর্থক কথা বললে’ (বুখারী হা/৯৩৪; মিশকাত হা/১৩৮৫)।
খুৎবারত অবস্থায় যদি তুমি তোমার পাশের মুছল্লীকে ‘চুপ কর’ বল, তাহ’লে তুমি
অনর্থক কথা বললে’ (বুখারী হা/৯৩৪; মিশকাত হা/১৩৮৫)।
এছাড়া খুৎবা চলাকালীন সময়ে চুপ থাকার প্রভূত ফযীলত বর্ণিত হয়েছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৩৮১-৮২)।
তবে যরূরী প্রয়োজনে ইমাম ও মুছল্লী পরস্পরে কথা বলতে পারেন। জনৈক ছাহাবী খুৎবা
চলাকালীন সময়ে রাসূল (ছাঃ)-কে অনাবৃষ্টির অভিযোগ করলে এবং পরে অতি বৃষ্টি
বন্ধের আবেদন করলে তিনি খুৎবারত অবস্থায় হাত তুলে মুনাজাত করেছিলেন (বুখারী হা/৯৩৩; মিশকাত হা/৫৯০২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।