সালাত / নামায
প্রশ্ন : মসজিদে আগত মুছল্লীদের জন্য টুপি ক্রয় করে রাখায় বাধা আছে কি?
উত্তর : এতে কোন বাধা নেই। টুপি রাসূল (ছাঃ)-এর অভ্যাসগত সুন্নাত (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ১/১৩০)। মস্তকাবরণ ব্যবহার করা উত্তম পোষাকের অন্তর্ভুক্ত।
আল্লাহ বলেন, ‘তোমরা ছালাতের সময় সুন্দর পোষাক পরিধান কর’ (আ‘রাফ ৭/৩১)।
অতএব বহিরাগত মুছল্লীদের সাহায্যর্থে এভাবে টুপি ক্রয় করে রাখায় কোন বাধা নেই। তবে টুপী ছাড়াও ছালাত হয়ে যাবে।
স্মর্তব্য যে, বর্তমানে বিভিন্ন বিদ‘আতী দলের নিদর্শন হিসাবে কোন কোন রংয়ের টুপি ব্যবহৃত হচ্ছে। এসব টুপি পরিধান থেকে বিরত থাকা উচিত।
সূত্র: মাসিক আত-তাহরীক।