সালাত / নামায
প্রশ্ন : ফজরে ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও ইখলাছ একাধিকবার পাঠ করার বিষয়টি সঠিক কি?
উত্তর : ফজরের ও মাগরিবের সুন্নাত ছালাতে সূরা কাফেরূন ও সূরা ইখলাছ একাধিকবার পাঠ করার বিষয়টি হাদীছ সম্মত (আহমাদ হা/৪৭৬৩; নাসাঈ হা/৯৯২; ছহীহাহ হা/৩৩২৮)।
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি অগণিত বার রাসূল (ছাঃ)-কে ফজরের পূর্বের দুই রাক‘আতে এবং মাগরিবের পরের দুই রাক‘আতে সূরা কাফেরূন ও সূরা ইখলাছ পড়তে দেখেছি (তিরমিযী হা/৪৩১; মিশকাত হা/৮৫১, সনদ হাসান ছহীহ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।