সালাত / নামায

প্রশ্ন : মসজিদে ছাগল, মুরগী, ডাব ইত্যাদি দান বা এসব বিক্রি করে মসজিদের উন্নয়নকাজে লাগানো যাবে কি?

উত্তর : যে কোন হালাল বস্ত্ত ও প্রাণী মসজিদে দান করা যাবে ও তা বিক্রয় করে মসজিদের উন্নয়ন মূলক কাজে লাগানো যাবে।

রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা‘আলা জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন’ (বুখারী হা/৪৫০; মিশকাত হা/৬৯৭)

আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাদিগকে আদেশ দিতেন- আমরা যেন আমাদের এলাকায় মসজিদ নির্মাণ করি, নির্মাণ কাজ সুন্দরভাবে করি এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র রাখি’ (আবুদাউদ হা/৪৫৫ -৪৫৬; তিরমিযী হা/৫৯৪; ছহীহাহ হা/২৭২৪)

অতএব মসজিদের উন্নয়নমূলক কাজে যে কোন হালাল বস্ত্ত দান করা যাবে।

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button