সালাত / নামায
প্রশ্ন : নিজস্ব পরিবহন থাকা অবস্থায় সফরে ঠিক ওয়াক্ত মত ছালাত আদায় করা উত্তম, না কি যোহর ওয়াক্তে আছর বা আছর ওয়াক্তে যোহর জমা করা উত্তম হবে? এসময় একাকী না জামা‘আত করা উত্তম?
উত্তর : সফর অবস্থায় জমা তাক্বদীম ও তাখীর করাই উত্তম (বুখারী হা/১১১২; মুসলিম হা/৭০৪; মিশকাত হা/১৩৪৪)। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম অধিকাংশ ক্ষেত্রে নিজস্ব পরিবহনে সফর করতেন এবং সেক্ষেত্রে তারা জমা ও ক্বছরই করতেন।
আর ফরয ছালাত জামা‘আতে আদায় করা সর্বাবস্থায় যরূরী (নিসা ৪/১০২; দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ১৮৮ পৃ.)।
সূত্র: মাসিক আত-তাহরীক।