সালাত / নামায
প্রশ্ন : জুম‘আর খুৎবা বসে দেওয়া যাবে কি?
উত্তর : অতি দুর্বল ও একান্ত বাধ্যগত অবস্থায় বসে খুৎবা দেওয়া যাবে (ফিক্বহুস সুন্নাহ, ১/২৩২, মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৫২৬৬)।
মনে রাখতে হবে যে, জুম‘আর খুৎবা দাঁড়িয়ে প্রদান করতে হবে এবং দুই খুৎবার মাঝখানে সংক্ষিপ্ত সময়ের জন্য বসতে হবে, এটাই বিধিবদ্ধ সুন্নাত
(বুখারী হা/৯২০; মুসলিম হা/৮৬২; মিশকাত হা/১৪১৫ ‘খুৎবা ও ছালাত’ অনুচ্ছেদ)।এ যুগে বিভিন্ন মসজিদে জুম‘আর খুৎবার পূর্বে মিম্বরে বসে বাংলায় যে ‘বয়ান’ দেওয়া হয়, তা পরিষ্কারভাবে সুন্নাত বিরোধী আমল এবং একেবারেই ভিত্তিহীন।
সূত্র: মাসিক আত-তাহরীক।